Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
:হাট-বাজার ইজারা বিজ্ঞপ্তি:
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ

স্মারকঃ ০৫.৪৩.৭০১৮.০০০০.০৩.০০১.১৫-১৭৬                     তারিখঃ ০২.০২.২০১৫।

:হাট-বাজার ইজারা বিজ্ঞপ্তি:

এ উপজেলাধীন নিম্নবর্ণিত হাট-বাজারসমূহ বাংলা ১৪২২ সনের জন্য ইজারা বন্দোবস্ত প্রদানের নিমিত্ত সর্বসাধারণের নিকট হতে নির্ধারিত শর্তসাপেক্ষে সীলমোহরযুক্ত দরপত্র আহবান করা যাচ্ছে।

০১।   দরপত্রের শর্তসংবলিত সিডিউল/দরপত্র দাখিলের জন্য নির্ধারিত তারিখ পূব©দিন পর্যন্ত অফিস চলাকালীন নির্ধারিত মূল্যে (অফেরৎযোগ্য) জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ, সহকারী কমিশনার (ভূমি), ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ ও নিম্নস্বাক্ষরকারীর কার্যালয় হতে দরপত্র সংগ্রহ করা যাবে।

০২।    দরপত্রসমূহ দরপত্র দাখিলের নির্ধারিত দিন সকাল ৯:০০ টা হতে বেলা ১:০০ টা পর্যন্ত জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ, সহকারী কমিশনার (ভূমি), ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ ও নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে রক্ষিত টেন্ডার বাক্সে ফেলা যাবে। 

০৩।   দরপত্র জমাদানের দিন বিকাল ৪:৩০ টায় উপস্থিত দরদাতাদের সম্মুখে (যদি কেহ উপস্থিত থাকেন) খোলা হবে।

০৪।   দরদাতাকে উদ্ধৃতদরের ৩০% টাকা জামানত হিসাবে যে কোন তফশীলভূক্ত ব্যাংক হতে ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার আকারে (ফেরৎযোগ্য) উপজেলা নির্বাহী অফিসার, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ এর অনুকূলে দরপত্রের সহিত সংযুক্ত করতে হবে।

০৫।   দরদাতাকে খামের উপর হাট-বাজারের নাম উল্লেখ করতে হবে। দরপত্র দাখিলের দিন কোন দরপত্র ফরম / সিডিউল বিক্রয় করা হবে না।

০৬।   নিম্নবর্ণিত নির্ঘণ্ট মোতাবেক ১ম তারিখে যে সমস্ত হাট-বাজারের দরপত্র গৃহীত হবে শুধুমাত্র সেই সমস্ত হাট-বাজারের দরপত্র গ্রহণ করা হবে। ২য় তারিখে যে সমস্ত হাট-বাজারের দরপত্র গৃহীত হবে না ৩য় তারিখে শুধুমাত্র সেই সমস্ত হাট-বাজারের দরপত্র গ্রহণ করা হবে। বাংলা ১৪২২ সনের কাংখিত মূল্য না পাওয়া পর্যন্ত এভাবে পর্যায়ক্রমে ইজারা কায©ক্রম চলবে। সেই জন্য আলাদাভাবে কোন বিজ্ঞপ্তি জারী করা হবে না।

০৭।    গৃহীত দরের উপর ১৫% ভ্যাট ও ৫% আয়কর পরিশোধ করতে হবে। এতদব্যতীত সরকার কর্তৃক বিভিন্ন সময় আইন ও বিধিদ্বারা নির্ধারিত সকল প্রকারের কর প্রযোজ্য হবে।

০৮।   কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকেই যে কোন দরপত্র গ্রহণ/ বাতিলের সব©ময় ক্ষমতা সংরক্ষণ করেন।

হাট-বাজারের দরপত্র ক্রয় ও দাখিলের তারিখ

১ম পর্যায়

২য় পর্যায়

৩য় পর্যায়

দরপত্র বিক্রয়ের শেষ তারিখ

দরপত্র দাখিলের  তারিখ

দরপত্র বিক্রয়ের শেষ তারিখ

দরপত্র দাখিলের  তারিখ

দরপত্র বিক্রয়ের শেষ তারিখ

দরপত্র দাখিলের  তারিখ

১৫.০২.২০১৫

১৬.০২.২০১৫

০১.০৩.২০১৫

০২.০৩.২০১৫

১৮.০৩.২০১৫

১৯.০৩.২০১৫

১৪২২ সালে যে সমস্ত হাট-বাজার ইজারা বন্দোবস্ত প্রদান করা হবে 

ক্রঃ নং

হাট-বাজারের নাম

বাংলা ১৪২২ সনে সম্ভাব্য মূল্য

ফরম/সিডিউলের মূল্য

০১

সাঠিয়ায়ার বাজার

২,৮৩৩/-

৫০০/-

০২

ফুটানী বাজার

৬৮,৪৮৭/-

৫০০/-

০৩

ভোলাহাট বাস স্ট্যান্ড বাজার

৫২,৪১৫/-

৫০০/-

০৪

ইমামনগর বাজার

  ৪৭,০৬২/-                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           

৫০০/-


০৫

গোহালবাড়ী হাট

২১,৪৫,৮৪২/-

৫,০০০/-

০৬

মু্ন্সিগঞ্জ হাট

৮৩,৫৭৫/-

৫০০/-

০৭

কানার হাট

১৭,২৪৮/-

৫০০/-

০৮

সুরানপুর বাজার

২২,১৭০/-

৫০০/-

০৯

মেডিকেল মোড় বাজার

৪,৮৪,৪১৮/-

১,৬০০/-

১০

মুশরীভূজা বাজার

১০,৩৩৩/-

৫০০/-

১১

পীরগাছী বাজার

৪,১৩৩/-

৫০০/-

১২

বড়গাছি হাট

১,৯০,৪৯২/-

১,০০০/-

১৩

খালেআলমপুর

১০,৭০০/-

৫০০/-

 

(আবুল হায়াত মোঃ রফিক)

উপজেলা নির্বাহী অফিসার

ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
04/02/2015