গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ
স্মারকঃ ০৫.৪৩.৭০১৮.০০০০.০৩.০০১.১৫-১৭৬ তারিখঃ ০২.০২.২০১৫।
:হাট-বাজার ইজারা বিজ্ঞপ্তি:
এ উপজেলাধীন নিম্নবর্ণিত হাট-বাজারসমূহ বাংলা ১৪২২ সনের জন্য ইজারা বন্দোবস্ত প্রদানের নিমিত্ত সর্বসাধারণের নিকট হতে নির্ধারিত শর্তসাপেক্ষে সীলমোহরযুক্ত দরপত্র আহবান করা যাচ্ছে।
০১। দরপত্রের শর্তসংবলিত সিডিউল/দরপত্র দাখিলের জন্য নির্ধারিত তারিখ পূব©দিন পর্যন্ত অফিস চলাকালীন নির্ধারিত মূল্যে (অফেরৎযোগ্য) জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ, সহকারী কমিশনার (ভূমি), ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ ও নিম্নস্বাক্ষরকারীর কার্যালয় হতে দরপত্র সংগ্রহ করা যাবে।
০২। দরপত্রসমূহ দরপত্র দাখিলের নির্ধারিত দিন সকাল ৯:০০ টা হতে বেলা ১:০০ টা পর্যন্ত জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ, সহকারী কমিশনার (ভূমি), ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ ও নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে রক্ষিত টেন্ডার বাক্সে ফেলা যাবে।
০৩। দরপত্র জমাদানের দিন বিকাল ৪:৩০ টায় উপস্থিত দরদাতাদের সম্মুখে (যদি কেহ উপস্থিত থাকেন) খোলা হবে।
০৪। দরদাতাকে উদ্ধৃতদরের ৩০% টাকা জামানত হিসাবে যে কোন তফশীলভূক্ত ব্যাংক হতে ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার আকারে (ফেরৎযোগ্য) উপজেলা নির্বাহী অফিসার, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ এর অনুকূলে দরপত্রের সহিত সংযুক্ত করতে হবে।
০৫। দরদাতাকে খামের উপর হাট-বাজারের নাম উল্লেখ করতে হবে। দরপত্র দাখিলের দিন কোন দরপত্র ফরম / সিডিউল বিক্রয় করা হবে না।
০৬। নিম্নবর্ণিত নির্ঘণ্ট মোতাবেক ১ম তারিখে যে সমস্ত হাট-বাজারের দরপত্র গৃহীত হবে শুধুমাত্র সেই সমস্ত হাট-বাজারের দরপত্র গ্রহণ করা হবে। ২য় তারিখে যে সমস্ত হাট-বাজারের দরপত্র গৃহীত হবে না ৩য় তারিখে শুধুমাত্র সেই সমস্ত হাট-বাজারের দরপত্র গ্রহণ করা হবে। বাংলা ১৪২২ সনের কাংখিত মূল্য না পাওয়া পর্যন্ত এভাবে পর্যায়ক্রমে ইজারা কায©ক্রম চলবে। সেই জন্য আলাদাভাবে কোন বিজ্ঞপ্তি জারী করা হবে না।
০৭। গৃহীত দরের উপর ১৫% ভ্যাট ও ৫% আয়কর পরিশোধ করতে হবে। এতদব্যতীত সরকার কর্তৃক বিভিন্ন সময় আইন ও বিধিদ্বারা নির্ধারিত সকল প্রকারের কর প্রযোজ্য হবে।
০৮। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকেই যে কোন দরপত্র গ্রহণ/ বাতিলের সব©ময় ক্ষমতা সংরক্ষণ করেন।
হাট-বাজারের দরপত্র ক্রয় ও দাখিলের তারিখ
১ম পর্যায় | ২য় পর্যায় | ৩য় পর্যায় | |||
দরপত্র বিক্রয়ের শেষ তারিখ | দরপত্র দাখিলের তারিখ | দরপত্র বিক্রয়ের শেষ তারিখ | দরপত্র দাখিলের তারিখ | দরপত্র বিক্রয়ের শেষ তারিখ | দরপত্র দাখিলের তারিখ |
১৫.০২.২০১৫ | ১৬.০২.২০১৫ | ০১.০৩.২০১৫ | ০২.০৩.২০১৫ | ১৮.০৩.২০১৫ | ১৯.০৩.২০১৫ |
১৪২২ সালে যে সমস্ত হাট-বাজার ইজারা বন্দোবস্ত প্রদান করা হবে
ক্রঃ নং | হাট-বাজারের নাম | বাংলা ১৪২২ সনে সম্ভাব্য মূল্য | ফরম/সিডিউলের মূল্য |
০১ | সাঠিয়ায়ার বাজার | ২,৮৩৩/- | ৫০০/- |
০২ | ফুটানী বাজার | ৬৮,৪৮৭/- | ৫০০/- |
০৩ | ভোলাহাট বাস স্ট্যান্ড বাজার | ৫২,৪১৫/- | ৫০০/- |
০৪ | ইমামনগর বাজার | ৪৭,০৬২/- | ৫০০/- |
০৫ | গোহালবাড়ী হাট | ২১,৪৫,৮৪২/- | ৫,০০০/- |
০৬ | মু্ন্সিগঞ্জ হাট | ৮৩,৫৭৫/- | ৫০০/- |
০৭ | কানার হাট | ১৭,২৪৮/- | ৫০০/- |
০৮ | সুরানপুর বাজার | ২২,১৭০/- | ৫০০/- |
০৯ | মেডিকেল মোড় বাজার | ৪,৮৪,৪১৮/- | ১,৬০০/- |
১০ | মুশরীভূজা বাজার | ১০,৩৩৩/- | ৫০০/- |
১১ | পীরগাছী বাজার | ৪,১৩৩/- | ৫০০/- |
১২ | বড়গাছি হাট | ১,৯০,৪৯২/- | ১,০০০/- |
১৩ | খালেআলমপুর | ১০,৭০০/- | ৫০০/- |
(আবুল হায়াত মোঃ রফিক)
উপজেলা নির্বাহী অফিসার
ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস