Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভোলাহাট থানা সংলগ্ন দ্বিতীয় মন্দির
স্থান

১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদ। ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।

কিভাবে যাওয়া যায়

ভোলাহাট উপজেলা হতে রিকশা বা অটোরিকশা যোগে যাওয়া যায়। ভোলাহাট উপজেলা হতে মাত্র ১.৫ কিঃ মিঃ দুরে অবস্থিত। ভাড়া ১৫-২০ টাকা।

যোগাযোগ

অফিসার ইনচার্জ ভোলাহাট থানা

ফোন:01713 373823

বিস্তারিত

এ মন্দিরটির ঠিক দক্ষিণে আরো একটি এক গম্বুজ বিশিষ্ট চুন-সরকী ও গৌড়িয়া ইটের মন্দির রয়েছে।মন্দিরটির ভিত্তিঅনেকাংশে ধ্বসে গেছে। এটি একটি বর্গাকৃতির শিবমন্দির। এর দৈর্ঘ্য প্রস্থ ১৪ ফুট ২ ইঞ্চি। ভিত্তি ২ ফুট ৩ ইঞ্চি। এর উত্তর-দক্ষিণে একটি করে দরজা বিদ্যমান। উত্তরের মুল দরজার নিলটেইলের উপর অত্যন্ত মুল্যবান বিচিত্র নকশাকাটা মসৃণ পাথর স্থাপিত। অভ্যন্তর ভাগে গম্বুজের সঙ্গে একটি শিকল ঝুলানো রয়েছে। মনে হয় যেন এটিতে ঘন্টা ঝুলানো থাকতো। মন্দির অভ্যন্তরে একটি কালো পাথরের বেদী বিদ্যমান। এ মন্দিরটির অবস্থা অতি করুণ। গম্বুজে জন্মেছে অসংখ্য গুল্মলতা ও বট পাইকরের গাছ। ফলে মন্দিরটি যেকোন সময়ে ভেঙ্গে পড়ে যেকোন মারাত্বক দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ মন্দিরটি নবাবী আমলে তৈরী বলে অনুমিত হয়।